Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
টি.আর. কর্মসূচী
বিস্তারিত

       টি.আর. প্রকল্পঃ গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টি.আর) কর্মসূচির খাদ্যশস্য(চাল ও গম) জাতীয় পর্যায় হতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা কর্তৃক উপজেলা ওয়ারী  আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে জেলা প্রশাসক মহোদয়ের অনুকূলে বরাদ্দ প্রেরণ করেন।  সে বরাদ্দ হতে পরিপত্র মোতাবেক ২০% উপজেলা কমিটির নিকট সংরক্ষিত রেখে বাদবাকী বরাদ্দকৃত চাল/গম উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় বরাদ্দকৃত চাল/গম ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানের  অনুকূলে জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে বিভাজন  করে বরাদ্দ প্রেরণ করেন । ইউনিয়ন পরিষদ কর্তৃক উক্ত বরাদ্দ পাওয়ার পর ইউনিয়ন  টি.আর কমিটির সভা ডেকে উক্ত চাল বা গম সরকারী পরিপত্র মোতাবেক (সর্বনিম্ন ৮.০০০(আট) মেঃ টন চাল/গম সর্বোচ্চ -------মেঃটন) চাল/গম দ্বারা) সভা ডেকে রেজুলেশনের মাধ্যমে তৈরী করে উপজেলা কমিটির নিকট জমা প্রদান করবেন। উপজেলা কমিটির সদস্য সচিব হিসাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রাপ্ত প্রকল্পগুলি নিয়ে সভার ব্যবস্থা করেন। উপজেলার কমিটির সভায় প্রাপ্ত প্রকল্পগুলি যাচাই/বাছাই করে রেজুলেশনসহ জেলা কর্ণধার কমিটি নিকট প্রেরণ করবেন। জেলা কর্ণধার কমিটি উক্ত প্রকল্পগুলি অনুমোদন দিয়ে ক্ষেত্র বিশেষে চেয়ারম্যান, উপজেলা পরিষদ (সাধারণ বরাদ্দ), এবং উপজেলা নির্বাহী অফিসার (নির্বাচনী এলাকার ও সংরক্ষিত বরাদ্দ বরাবরে প্রেরণ করবেন। চুড়ান্ত অনুমোদন পাওয়ার পর প্রকল্পগুলির প্রি-ওয়ার্ক গ্রহণ করে মাপ নিয়ে নির্ধারিত প্রকল্প ছক পূরণ করে ( উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরের পর ফাইলে নথিভূক্ত করা হয়। উল্লেখ্য ছাড়পত্র পাওয়ার ৫০(পঞ্চাশ) দিনের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করতে হবে। বিধায় প্রকল্প বাস্তবায়ন কমিটি অনুমোদন পূর্বক (সরকারী পরিপত্র মোতাবেক)  প্রকল্প বাস্তবায়ন কমিটি (পি,আই,সি) ও  ৩০০ (তিনশত) টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অনুমোদন পুর্বক প্রকল্পের কাজ আরম্ভসহ  ১ম কিস্তিতে ৪ ভাগের ০১ ভাগ ছাড় করা হয়। ২য় কিস্তিতে চাল/গম ছাড় করার পুর্বে ১ম কিস্তির  চাল বা গমের মাস্টার রোল সমন্বয় করে ২য় কিস্তির চাল/গম ছাড় করতে হবে।৩য় কিস্তির  চাল/গম ছাড় করার পুর্বে ২য় কিস্তির চাল/গমের মাস্টার রোল সমন্বয় করতে হবে। আবার ৪র্থ/শেষ কিস্তির চাল/গম ছাড় করার পুর্বে ৩য় কিস্তির মাস্টার রোল সমন্বয় করতে হবে।

        এ ভাবে টি.আর চাল বা গমের প্রকল্প বাস্তবায়িত হয়ে থাকে।


ডাউনলোড